কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন সারা দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ঘোষিত অন্যান্য উপজেলার ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে ভোটারদের উৎসাহ যেমন বেশি, তেমনি প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত-সংঘর্ষের ঘটনাও বেশি ঘটে। তাই নির্বাচন পূর্ব ও পরবর্তী আইনশৃখলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে কালীগঞ্জ থানা পুলিশকে বেশ তৎপর থাকতে দেখা গেছে। কেননা, ইউপি নির্বাচনে বরাবরই প্রার্থীর সংখ্যা বেশি থাকে। স্থানীয় নির্বাচন হওয়ায় এ নির্বাচন ঘিরে প্রার্থীদের কর্মী-সমর্থকদেরও উৎসাহ-উদ্দীপনা বেশি ল করা যায়। এমনকি নির্বাচন ঘিরে এলাকা ও গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব-সংঘাতও তখন মাথাচাড়া দেয়। তাই আগে থেকেই কালিগঞ্জ থানা পুলিশ নির্বাচনী এলাকাসমূহে টহল জোরদার করেছে। ২১ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ৪০ জন ১৫ টি মোটর সাইকেল, কালীগঞ্জ থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের দুইটি গাড়ি ১১ টি ইউনিয়নে টহল দেয়। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নির্বাচনকালীন সময়ে উপজেলার আইন শৃঙ্খলা রার্থে আমরা সর্বদা সতর্ক রয়েছি। যেকোনো ধরনের বিশৃখলা কঠোর হস্তে দমন করা হবে। আমরা প্রতিটি ইউনিয়নে নিয়মিতভাবে টহল দিচ্ছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকাপূর্বক সুষ্ঠুভাবে ২৮ তারিখের নির্বাচন সম্পন্ন হবে বলে আশা রাখি। আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে এবং নির্বাচনের পরও থাকবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আর যদি ভোটকে কেন্দ্র করে কারোর দারা কোনো ধরনের আইনবিরোধী কাজ সংঘটিত হয়, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের প্রেেিত আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীকে আইনের আওতায় আনব। তাছাড়া আমি সার্বণিক নির্বাচনী এলাকার খোঁজখবর রাখছি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে অনাকাংখিত কিছু না ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে ইউনিয়নে আমাদের টহল কার্যক্রম চলমান। বিট পুলিশও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।কালিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনের দিন গুলোতেও ঘটবে না।
বহু বছর পর আবারও হাট পেয়ে খুশি দোহাকুলাবাসী
নূর হাসান লাল্টু বাঘারপাড়া : বহু বছর পর আবারও বাঘারপাড়ার দোহাকুলা বাজারে হাট (কাঁচা বাজার) পেয়ে বেজায় খুশি দোহাকুলাবাসী। ঐতিহ্যবাহী এ বাজার এক সময়ে...
বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাগআ্ঁচড়া প্রতিনিধি।।যশোরের শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০...
শ্যামনগরে পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার
এবিএম কাইয়ুম রাজ , বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পারিবারিক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৩৬টি দেশীয় ধারালো অস্ত্র ‘হাসুয়া’। রোববার (২০...
কয়রা উপজেলায় বিএনপি’র কর্মশালা অনুষ্ঠিত
কয়রা খুলনা প্রতিনিধি :এম কোহিনূর আলম,খুলনার কয়রা উপজেলায় (২০ এপ্রিল) রবিবার সকাল ১১ ঘটিকার সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক...
দামুড়হুদাসহ ৫ থানায় কম্পিউটার প্রদান অনুষ্ঠান
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ৫ থানার দাপ্তরিক কাজের সুবিধার্থে সকল থানাসহ কোর্ট ও রিজার্ভ অফিসে কম্পিউটার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার...