বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চৌগাছা যুবদলের বিক্ষোভ

0
144

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বাজারস্থ্য বেলা কিন্ডার গার্টেন স্কুল মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে স্কুলের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন যুবনেতা সালাউদ্দিন আহমেদ, মঈন আলী, আলীবুদ্দিন খান, ফারুক হোসেন, আলম দফাদার, আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা জসিম উদ্দিন, মেহেরান হোসেন জিতু প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় সরকারের উদ্যোশ্য করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন, তাকে সুস্থ্য থাকার সুযোগ করে দিন। তাদের এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here