শ্যামনগরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ

0
316

শ্যামনগর ব্যুরো ঃ “কৃষিই সমৃদ্ধি” খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে শ্যামনগরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরনের উদ্বোধন করে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হকের সভাপতিত্বে এ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ধান ঝাড়া মেশিন ও ভুট্টা মাড়াই মেশিন বিতরণ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মাহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি উদ্ভিদ কর্মকর্তা মোঃ জিয়াউল হক সহ অন্যান্য কৃষি কর্মকর্তা। এর পরপরই সংসদ সদস্য হত দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here