ডুমুরিয়ায় পূর্ণরায় ইউপি নির্বাচনে ভাইপো হারিয়ে বিজয়ের হাঁসি চাচার

0
209

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ১১নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের ফলাফলে সমান সমান (ট্রাই) ভোট হওয়ায় পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটানিং অফিসার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, ১নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে ফলাফল সমান সমান থাকায় নির্বাচনী বিধি অনুযায়ী পুর্ণরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠ শান্তিপূর্ণ করার ল্েয বুধবার ওয়ার্ডের ভোট কেন্দ্রে পুলিশ প্রশাসন মোতায়েনের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রিজাইডিং অফিসার এর মাধ্যমে ওয়ার্ডের খোরের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩৩৬ জন।এর মধ্যে ১হাজার ৩৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আহম্মদ আলী সরদার তালা প্রতিক ও ইউনুছ আলী সরদার মোরগ প্রতিকে লড়েছেন। প্রাপ্ত বে-সরকারী ফলাফলে আহম্মদ আলী সরদার ৫৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন তার নিকটতম ইউনুছ আলী সরদার পেয়েছেন ৪৬৮ ভোট। উল্লেখ্য ১১নভেম্বর নির্বাচনে ওই ওয়ার্ডের চাচা ভাইপো লড়াই ছিল সমান সমান। তবে বিজয়ের শেষ হাসি হেসেছেন চাচা আহম্মদ আলী সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here