মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মঙ্গলবার সন্ধায় ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভিতর থেকে ১টি ডিসকভারী ১২৫সিসি মটর সাইকেল চুরি হয়েছে।
জানাগেছে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটন সুমন ইসলাম মহেশপুর হাইস্কুলে ভিতরে মসজিদের সামনে মটর সাইকেল রেখে মাগরিবের নামাজ আদায় করতে গেলে তার মটর সাইকেলটি চুরি হয়ে যায়। মটরসাইকেল চোরকে ধাওয়া করেও মটর সাইকেল টি উদ্ধার করতে পারেনি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান মটর সাইকেল চুরির ঘটনা জেনেছি, আসপাশে সে উপজেলার জলুলী গ্রামের আবু কালাম ওরফে কালুর পুত্র মাসুম বিল্লাহ ওরফে সাজন (২৭) । তিনি চোরকে ধরিয়ে দিতে ফেসবুকে চোরের ছবি প্রকাশ করেছেন।