নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি ঃ যশোর শহর ঘেষে যশোর সদরের ১১নং রামনগর ইউপিতে নির্বাচন আসন্ন। প্রবেশনাল এ্যাডভোকেট ইদ্রিস আলম চেয়ারম্যান প্রার্থী হিসেবে জন সংযোগ করছেন। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্বপান্তাপাড়ার সন্তান ইদ্রিস আলম আওয়ামীলীগের নৌকা প্রতীক চাইছেন। তা না পেলে স্বতন্ত্র নির্বাচনে আগ্রহ তার। চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, বাংলাদেশ আওয়ামীলীগের তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক এই তরুণ সমগ্র ইউনিয়ন কে ঢেলে সাজাবেন। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, ডিজিটাল আধুনিক নানা সুবিধার একটি এলাকা গড়বেন রামনগর কে। একদিকে মানুষের ব্যস্ততা। আরেক দিকে শীতের আগমন। মানুষ জন ঘরের বাইরে আর থাকতে চাইছেননা। কিন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ চলছে। উৎসুক মানুষ চেয়ারম্যান মেম্বর প্রার্থীদের নিয়ে সরগরম। বিভিন্ন চায়ের দোকানে, মোড়ে মোড়ে, হাটে বাজারে আড্ডা মেরে প্রার্থীদের নিয়ে আলোচনায় ব্যস্ত মানুষ। তাদের আলোচনায় কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন প্রবেশনাল এ্যাডভোকেট ইদ্রিস আলম। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি ইউনিয়ন গড়ার তার প্রত্যয়কে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা। তাছাড়া দেশনেত্রী বাংলার রত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভক্ত এই ইদ্রিস আলম সারা দেশের ন্যয় রামনগরকে উন্নয়নে সাজাতে স্বপ্ন দেখছেন। ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেই তা কেবল সম্ভব। আর তাই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি উন্নয়নের রোল মডেল গড়তে চান ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদকে। পেশায় প্রবেশনাল এ্যাডভোকেট ও সাংবাদিক ইদ্রিস আলম। তিনি জানান, কালের স্বাী হয়ে দাড়িয়ে আছে রামনগর ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৬৫০০০ প্লাস। ১৭ টি গ্রামের পরিষদ ১১নং রামনগর ইউনিয়ন পরিষদ। শিা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। আয়তন- ২০.৮২বর্গ কি:মি:, লোকসংখ্যা- ৩৫,৫২৬ জন, গ্রামের সংখ্যা ১২টি, মৌজার সংখ্যা ১৪টি, উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে শিার হার: ৫০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬টি। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১টি। উচ্চ বিদ্যালয় ১টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি। জুনিয়র স্কুল ৩টি। জে,এস,সি ও এস,এস,সি পরীার কেন্দ্র ১টি। মাদ্রাসা ৫টি। গ্রামের নাম, শ্রীকান্ত নগর, বলাডাঙ্গা, মোবারক কাটি, মুড়লী, কাজীপুর, রামনগর, শাহাবটী, ভাটপাড়া, তোলা গোল্দারপাড়া, পান্তাপাড়া, বাহির মল্লিক, কামালপুর, খরিচা ডাঙ্গা, বাজুয়া ডাঙ্গা, ডহর সিংগা, সিরাজসিংগা। হাট বাজারের সংখ্যা ১. রাজারহাট রাজার ২. সিরাজসিঙ্গা বাজার ৩.হাতের হাট বাজার ৪. সতীঘাটা বাজার ৫. কুয়াদা বাজার ৬. সতীঘাটা নতুন বাজার। বিল একটি যার নাম হরিনার বিল। ২১ জন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাতা পান। ৪৩৫ জন প্রবাসে রয়েছেন। ৩৯৯ জন ইউনিয়ন পরিষদের তালিকাভূক্ত হত দরিদ্র। ৫৫২ জন ভিজিএফ তালিকা ভূক্ত রয়েছেন। মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মায়ের সংখ্যা ১৮ জন। ভিজিডি ভোগীর সংখ্যা ৫০ জন।
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা...
নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি
দিবসে উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে
বুধবার সকালে...
অসময়ে ভাঙছে মধুমতী, বিপাকে নদী পাড়ের মানুষ
মিশকাতুজ্জামান,নড়াইল:শুধুমাত্র বালু উঠানোর কারণে আমার বাড়ি ভাঙছে। আমি গরিব-অসহায়। অন্য কোথাও যে বাড়ি করব, আমার এক ফোঁটা জমি নেই। আমার স্বামী নাই, একটা ছেলে...
রাসূল (সা.)–কে নিয়ে কটূক্তিতে ইবি কর্মকর্তার বহিষ্কারে দাবিতে সমাবেশ
ইবি প্রতিনিধি : রাসূল (সা.)–কে নিয়ে কটূক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিস্কারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার...
ঘেরের আইলে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম চাষ, সাফল্যের হাতছানি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সারিবদ্ধ আমগাছ, থোকায় থোকায় ঝুলছে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি
আম। জাপানি এই আমকে বাংলাদেশে বলা হয় ‘সূর্যডিম’ আম। সেই
আমবাগানের দুই পাশে...
যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি
বেনাপোল থেকে : যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে চল্লিশ লক্ষ তেষট্টি হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বাংলা মদ, শাড়ী, চকলেট,...