শুক্রবার যশোরের বিদ্যুৎ হীন এলাকা

0
181

মালিকুজ্জামান কাকা, যশোর : শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩/১১ কেভি নিউটাউন উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার বিক্রয় ও বিতরণ বিভাগ-২ ওজোপাডিকো যশোর দফতরের নির্বাহী প্রকৌশলীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ উপকেন্দ্রের আওতাধীন হামিদপুর বাজার, ঝুমঝুমপুর, বালিয়াডাঙ্গা, বিসিক শিল্পনগরী, সীতারামপুর, সুলতানপুর, নড়াইল রোড, সিটি কলেজপাড়া, নীলগঞ্জ সাহাপাড়া, তাঁতীপাড়া, উপজেলা পরিষদ কমপ্লেক্স, বিজিবি ৪৯ ব্যাটালিয়ন, বিজিবি সাউথ ওয়েস্ট রিজিউন, পূর্ব বারান্দীপাড়া, বারান্দী পশ্চিমপাড়া, বারান্দী মোল্লাপাড়া, ঢাকা রোড, মণিহার, আরএন রোড, অম্বিকা বসু লেন, খালধার রোড, শেখহাটি, উপশহর, কিসমত নওয়াপাড়া, তরফ নওয়াপাড়া, পাঁচবাড়িয়া, সেক্টর-৭, নিউটাউন, এফ-ব্লক, ই-ব্লক, এস-ব্লক, নিউমার্কেট, জেল রোড, ডিআইজি রোড, এম কে রোড, বড় বাজার, কোতোয়ালি থানা, লোন অফিসপাড়া ও শিাবোর্ডে শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here