ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েলের সঙ্গে সাাৎ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝিকরগাছা অফিসার্স কাবে নেতৃবৃন্দ সাাৎ করেন। এ সময় খাইরুল হাসান দলীয় নেতৃবৃন্দের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সেলিম রেজা। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস, সদস্য জাহিদুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাজ্জাদুর জামান রনি, মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত কুমার কাটু, শাহীন হোসেন, রাজন হোসেন, মো. রকি, ইবাদুল ইসলাম, উজ্জ্বল মেম্বার, আলমগীর হোসেন, জুয়েল আহমেদ, রকি হোসেন প্রমুখ।
পরে উপজেলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হককে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক খাইরুল হাসান জুয়েল।















