চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা কামিল মাদরাসার ২০২১ আলিম (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে রোববার বেলা ১১টায় মাদরাসা একটি কক্ষে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এবং জেষ্ঠ সাংবাদিক ও মাদরাসাটির জেষ্ঠ সহকারী শিক্ষক রহিদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, সহ-অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা রেজাউল ইসলাম খাইরুল হক, দিরাজুল ইসলাম, বিএসসি শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।