শ্যামনগরের সুপারঃ আতিয়ার রহমান পেলেন শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড

0
190

শ্যামনগর ব্যুরো ঃ সাতীরার শ্যামনগরের রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আতিয়ার রহমান কে শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ সম্মানে ভূষিত হলেন। গত ১৯নভেম্বর ঢাকার বিজয় নগরস্থ হোটেল ৭১(থ্রি ষ্টার হলরুম) তাকে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপল্েয শিা েেত্র বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে গোল্ডেন এ্যাওয়ার্ড ও সম্মাননা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তার হাতে এ সম্মাননা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুম মোরশেদ, গবেষনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ঈসা, মাহা সচীব মোঃ আর,কে রিপন প্রমূখ। মাওলানা আতিয়ার রহমানভ ভুরুলিয়ার কাটিবারহল (খানপুর) মরহুম শেখ আব্দুর রহিমের পুত্র। তিনি ১০ ই মে ১৯৬৭ সালে জন্ম গ্রহন করেছিলেন। তার এক কন্যা ও তিন পুত্র রয়েছে। তিনি ১৯৯৭ সালে চাকুরির সুবাদে বৃহত্তর ঢাকার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ট মাদ্রাসা প্রধান ও ২০১৬ সালে সাতীরা জেলার শ্রেষ্ট প্রধান হিসেবে জাতীয় শিা সপ্তাহে বিশেষ পুরষ্কারে ভূষিত হন। রামজীবনপুর মাদ্রাসায় সুপার পদে নিয়োগ হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রীদের লেখা পড়া ও মাদ্রাসার পরিবেশের কারনে প্রতিষ্ঠানটির সুনাম শ্যামনগর উপজেলা তথা সাতীরা জেলায় সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি এধরনের এ্যাওয়ার্ড পাওয়ায় শ্যামনগরবাসী গর্ববোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here