নড়াইলে হত্যার দায়ে এক জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

0
234

নড়াইল প্রতিনিধি ঃ জেলা সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় জামিনুর রহমান মোল্যা নামে এক যুবকের ফাঁসির আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যককের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মফি শেখকে আহত করে। পরে তাকে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ছয় জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। উপযুক্ত স্যা প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক ছয় আসামির মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here