হরিদাসকাটি ১,২ও৩ নংওয়ার্ডের সংরতি আসনের মহিলা মেম্বর প্রার্থী ফাতেমা বেগম বিজয়ী

0
232

মহসীন হোসাইন :ঢাকুরিয়া( মনিরামপুর) সংবাদদাতা : নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত ভোট নিয়ে অধিকাংশ প্রার্থীসহ ভোটারদের মাঝে নানা আশংকার কথা শোনা গেলেও দৃশ্যমান স্বস্থির বার্তা মিলেছে।২৮ নবেম্বর রবিবার ছিল মনিরামপুর উপজেলার ১৬ ইউপিতে তৃতীয় ধাপের ভোট গ্রহন।তার মধ্যে ৫ নং হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অবাধ – সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।হরিদাসকাটি ইউনিয়নের ১,২ ও৩ নং ওয়ার্ডের সংরতি আসনের মহিলা মেম্বর পদ প্রার্থী ফাতেমা বেগম বই মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।ফাতেমা বেগম বই মর্কায় বিজয়ী ঘোষনার পর এক সাাতকারে বলেন,জনগন আমাকে মন থেকে ভালবাসে বলেই আমি বিজয়ের মালা গলায় পরতে পেরেছি।এ বিজয় আমার না জনগনের। তাই আমি সবসময় আমার ওয়ার্ডের জনগনের পাশে থাকার চেষ্টা করবো।আর সুবিধা বন্চিত মানুষের অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সরকারী সুযোগ- সুবিধা মানুষের কাছে অতিদ্রুত পৌছে দেওয়ার চেষ্টা করবো এবং আমার ওয়ার্ডের রাস্তা, ব্রীজ, কার্লভাট,মসজিদ,মন্দির,মাদ্রাসার উন্নয়ন করার চেষ্টা করবো।এছাড়া আমার ওয়ার্ড থেকে সন্রাস,চাদাবাজ, দূর্নীতি, নারীনির্যাতন,বাল্যবিবাহ মুক্ত করে একটি আদর্শ ওপরি কল্পিত মডেল ওয়ার্ড উপহার দিতে চায়।আর এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমার ওয়ার্ডের সর্বোস্তরের মানুষের সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here