যশোরে যৌতুকের দাবিতে অন্তঃস্বত্তা স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

0
210

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের দাবিতে অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দন্ডিত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। নিহত হালিমা খাতুন যশোরের শার্শা উপজেলার পুটখালি গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, দন্ডিত আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় পিতার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার পিতার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। আকিমুল দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করে। এতে অন্তঃস্বত্তা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে হালিমার পিতা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here