পঞ্চম ধাপে ঝিনাইদহ ইউপিতে নিবার্চনে নৌকার প্রার্থী চূড়ান্ত

0
179

ঝিনাইদহ প্রতিনিধি : পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে জিল্লুর রহমান, কাঁচেরকোলে সালাহউদ্দীন জোয়র্দ্দার, সারুটিয়ায় মাহামুদুল হাসান, হাকিমপুরে কামরুজ্জামান, ধলহরান্দ্রে মতিয়ার রহমান, বগুড়ায় শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সাহাবুদ্দিন, ফুলহরিতে জামিনুর রহমান। হরিণাকুণ্ডু উপজেলার ভায়নায় নাজমুল হুদা, জোড়াদহে জাহিদুল ইসলাম, তাহেরহুদায় আতিয়ার রহমান, দৌলতপুরে শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়ায় মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসীতে নিমাই চাঁদ মণ্ডল, রঘুনাথপুরে আব্দুল কাদের, চাঁদপুরে আজিজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও এতে আরও বলা হয়েছে, সভায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here