নড়াইল প্রতিনিধি : নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে কবির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কবির বাড়ী সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জেলা প্রশাসন , বিজয় সরকার ফাউন্ডেশন ও বিজয় সংসদের আয়োজনে কবির প্রতিকৃতিতে পুস্পমান্য অর্পন ও সংক্ষিপ্ত স্মরন সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসন , বিজয় সরকার ফাউন্ডেশন , বিজয় সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে পুস্ফমাল্যা অর্পন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,, বিজয় সরকার ফাউন্ডেশন কর্মকর্তা আকরাম সাইদ চুন্নু, বাঁশগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ফকিরসহ সরকারি কর্মকর্তা, বিজয় সরকার ফাউন্ডেশন ,বিজয় সংসদে কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। তার দুই ছেলে কাজল অধিকারী, বাদল অধিকারী ও মেয়ে বুলবুলি অধিকারী ভারতে বসবাস করেন। কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বিজয় একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।















