দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিম্ন জাওয়াদ’র প্রভাবে দিনরাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও জোয়ারের পানিতে চরাঞ্চল প্লাবিত হয়েছে। কোন চরেই স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারনে জোয়ারের পানি অনায়াসে ঢুকে পড়ে। ফলে নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ায় চরের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়ে। নিম্নচাপের কারনে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাবার কারনে জোয়ারের পানিতে সমগ্র এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় এলাকার ধানী জমি ডুবে গেছে। কৃষকরা জানায়, জোয়ারের পানি নেমে গেলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
অপর দিকে উপজেলার প্রমত্তা তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী উত্তাল থাকায় চরাঞ্চল থেকে বাসিন্দারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উন্নত নৌযান না থাকায় ছোট ছোট ট্রলার নিয়ে নদী পাড়ি দেয়া সম্ভব না। আবহাওয়া অনুকূলে না থাকা এবং নদীর পানিতে জোয়ারের চাপ বেড়ে যাবার ফলে চরাঞ্চল থেকে কোন বাসিন্দারাই উপজেলা সদরে আসতে পারছে না। এদিকে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে আমন ধান। নদী তীরবর্তী এলাকায় পানির চাপে অস্থায়ী বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।















