একদিনের ভাইস চেয়ারম্যান হলেন দলিত সম্প্রদায়ের লিমা

0
281

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া ॥ “কমলা রঙের বিশ্ব গড়ি, প্রতি সহিংসতা বন্ধ করি এখনই”। এই স্লোগানকে সামনে রেখে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিত আয়োজিত রোববার লিমা দাস নামে একজন দলিত সম্প্রদায়ের মহিলা সদস্যকে একদিনের জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে সম্মানিত করা হয়। দায়িত্ব পাওয়া পর দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাসা দেবী তনু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন প্রমুখ ব্যক্তি লিমা দাসকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন দলিত (খুলনা) প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, মনিটরিং অফিসার ইসরত নূয়েবী হোসেন, অর্গানাইজার সাগরিকা দাস প্রমুখ। ‘দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক সমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় ১৬দিনব্যাপী প্রতিবাদ প উদযাপন-২০২১ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের ১০ম দিনে তাকে দায়িত্ব অর্পন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here