চৌগাছায় একদিনে ২য় ডোজ টিকা পেলেন ১২ হাজার

0
359

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় চার ইউনিয়নের ১২ কমিউনিটি কিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার ২য় ডোজ দেয়া হয়েছে ১২ হাজার ৩০০ ব্যক্তিকে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট কমিউনিটি কিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা এই টিকা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনয়িনের স্বরুপপুর ও যাত্রাপুর কমিউনিটি কিনিক, স্বরুপদাহ ইউয়িনের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি কিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, বল্লভপুর, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি কিনিক, নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদাপাড়া কমিউনিটি কিনিক এবং নারায়নপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা গণটিকার ২য় ডোজ প্রদান করা হয়। হাজরাখানা কমিউনিটি কিনিকে টিকা নেয়া গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, ৬ নভেম্বর কমিউনিটি কিনিক থেকে টিকার ১ম ডোজ নিয়েছিলাম। আজ ২য় ডোজ নিয়েছি। গ্রামে এসে টিকা দেয়ায় গ্রামের গরীব ও বৃদ্ধসহ সবার টিকা নিতে সহজ হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, গত ৬ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নের ১২টি কমিউনিটি কিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার ৩০০ ব্যক্তিকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। মঙ্গলবার তাঁদেরকে ২য় ডোজ টিকা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here