ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

0
265

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে সভায় ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here