শৈলকুপায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়ী বহরে হামলার অভিযোগ, ৩টি মোটরসাইকেলে আগুন, আহত ১০

0
272

শৈলকুপা(ঝিনাইদহ)সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে। এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন। সংঘর্ষে উভয় পক্ষের আজিবর মেম্বর, আব্দুল আলিম, ফারুক ও বিপ্লব সহ ১০ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করেন মঙ্গলবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরপর তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে পুরাতন বাখরবার গ্রামে বাবার করব জিয়ারত শেষে কাতলাগাড়ী বাজার হয়ে শৈলকুপা ফিরছিলেন। কাতলাগাড়ী বাজার অতিক্রম করার সময় দলীয় মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা হামলা চালিয়ে তার তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপু, তিনি অভিযোগ করেন কাতলাগাড়ী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় ৬নং সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকেরা। এ সময় তার কয়েক কর্মী সমর্থক তাদের হামলায় আহত হয় বলে অভিযোগ করেন। শৈলকুপা থানার উপ পরিদর্শক সামছুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা। ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে শৈলকুপায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here