মহম্মদপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

0
274

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি” এই প্রতিপাদ্যে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাজিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা এবং জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, ওসি মোঃ নাসির উদ্দিন, আমিনুর রহমান কলেজের প্রভাষক সালমা বিনতে মাহবুব, জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার রুপালী ও পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোবাইদা পারভীন। উপজেলা শীল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শেষে নানা বিষয়ের উপর সাফল্য অর্জনকারী উপজেলার পাঁচজন নারীকে সম্মাননা স্বারক ও সনদ পত্র প্রদান করা হয়েছে। নানা বিষয়ের জয়িতারা হলো- অর্থনৈতিকভাবে অর্জনকারী জয়িতা ববিতা রানী বিশ^াস, সফল জননী জয়িতা রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জয়িতা নাজমুন নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা জোয়ারদার রুজিনা রোকশানা ও সমাজ উন্নয়নে অবদান রাখা জয়িতা মোছাঃ ফরিদা পারভীন। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here