বিশেষ প্রতিনিধি : কেশবপুর প্রেসকাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসকাবের কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্যা, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক উৎপল দে, কে এম কবীর হোসেন, নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, রুহুল আমিন খান, আব্দুল মোমিন, মতিয়ার রহমান, রাবেয়া ইকবাল, রুহুল আমিন বিশ্বাস প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন, জয়দেব চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন, সামসুর রহমান, দপ্তর সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন, মশিয়ার রহমান ও সাংবাদিক কল্যাণ তহবিলের প্রতিবেদন পাঠ করেন নুরুল ইসলাম খান।















