দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

0
253

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। আপনার অধিকার,আপনার দায়িত্ব,দূর্নীতিকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি যথাযথভাবে পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা,দুদক পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে পরিষদের হল রুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাইয়ুম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার,ব্রাক আইন সহায়িকা উল্কা বিশ্বাস, প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন আলতাফ মিয়া, মোর্শেদা বেগম, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ.এম.ফোরকান, তাহমিনা সুলতানা, কেয়া বেগম,বিপ্লব কুমার দেবনাথ প্রমুখ। সভা শেষে দূর্নীতি বিরোধী গান পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here