কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

0
241

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আছিরুদ্দিন নামের একজন নিহত হয়েছে। নিহত আছির উদ্দিন(৬৫) কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের বাসিন্দা।
প্রত্যদর্শিরা জানায় , শুক্রবার রাত ৭ টার দিকে কালীগঞ্জ শহর থেকে ইজিবাইক যোগে বাড়ি যাবার সময় আজমতনগর গ্রামের জাহাঙ্হীরের গভীর নলকুপের নিকট পৌছালে সামনের দিক থেকে আসা একটি আলমসাধু ইজিবাইকে ধাক্কা দিলে আছিরুদ্দিন রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ¯’ানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে, অব¯’ার অবনতি হলে উন্নত চিকিতসার জন্য খুলনা নিয়ে যাবার সময় আছিন উদ্দিন মারা যায়। সে কালীগঞ্জ রেজিষ্ট্রি অফিসের মহুরির কাজ করতেন । শনিবার বাদ জহর চাঁদবা গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here