দশমিনায় ছাত্রলীগের সাধারন সম্পাদক বিয়ের পর কাজীকে পিটিয়ে পাঠালেন হাসপাতালে

0
254

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. হাসান সেরনিয়াবাদের বিরুদ্ধে বিয়ের পর কাজিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় কাজীকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এই ঘটনায় উপজেলা জুড়ে সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মো. ফজলুল হক মেলকারের বিবাহিত মেয়ে মোসা.ফাহমিদা নাসরিন চায়নার সাথে দীর্ঘদিন যাবত হাসানের সাথে পরকীয়া প্রেম চলে আসছিল। এই নিয়ে কয়েক দফা পারিবারিক ও স্থানীয় ভাবে শালিস মিমাংসার ঘটনা ঘটেছিল। স্থানীয় মোশারেফ মেলকার, আবু কালাম মেলকার ও ইউপি সদস্য অসীম মেলকার জানান, পরকিয়া প্রেম থেকে সরে আসতে হাসানকে ফিরে যেতে একাধিক বার বলা সত্বেও গত বৃহস্পতিবার রাতে ফাহমিদাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধরা পড়ায় স্বজনরা তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সে বিয়েতে রাজি হয়। পরে ঐ রাতেই মেয়ের বাবার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে উভয় পরিবারের উপস্থিতি ও সম্মতিতে ১০লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিন রেজিষ্ট্রি করা হয়। মো. হাসান সেরনিয়াবাদ পরের দিন পরীা দেয়ার কথা বলে রাতেই সদ্য শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে ঐ দিন দিবাগত রাতেই ছাত্রলীগের সম্পাদক লোকজন নিয়ে কাজী মাওলানা মো. খলিলুর রহমানের বাড়ি গিয়ে কাবিনের কাগজপত্র দাবি করলে কাজী দিতে অস্বীকৃতি জানালে হাসান সেরনিয়াবাদ তার উপর হামলা চালিয়ে বেদম পিটিয়ে গুরুত্বর আহত করেন। কাজী মাওলানা মো. খলিলুর রহমানের দাবি, তার উপর হামলা করে ঘর থেকে জমি ক্রয়ের নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনার পর স্বজনরা ঐ কাজীকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় ভুক্তভোগী কাজীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অভিযোগে বিষয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সেরনিয়াবাদের মোবাইলে একাধিক বার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এই বিষয় দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here