স্টাফ রিপোর্টার : যশোরের কিংস হাসপাতাল থেকে নিখোজ হওয়া চার বছরের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন যশোর জেনারেল হাসপাতালের কর্মরত পুলিশের এএসআই আবু-সালেহ। শিশু ইয়ামিন নড়াইলের বাসগ্রামের আহমেদ আলীর ছেলে। শনিবার(১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে ওই শিশু শহরের কিংস হাসপাতালের ৩১১ নম্বর ক থেকে তার মা তহমিনার অজান্তে হাসপাতালের বাহিরে চলে আসে এবং ব্যাস্ততম রাস্তায় বাচ্চাটি একাই ঘুরে বেড়ায়। অতপর যশোর জেনারেল হাসপাতালের তিন নম্বর গেটে বাচ্চা টিকে ঘোরাঘুরি করতে দেখে নিজ হেফাজতে নেন এএসআই আবু সালেহ। অতপর তিনি থানায় অবগত করে হাসপাতালে দায়িত্বে থাকা সঙ্গীয় ফোর্স নিয়ে বাচ্চাটির পরিচয় নিশ্চিত করার লে অভিযান পরিচালনা করেন। প্রায় দেড় ঘন্টার ব্যাবধানে বাচ্চাটির মা তহমিনা কে পেয়ে পরিচয় নিশ্চিত হয়ে নিখোজ হওয়া ওই শিশু ইয়ামিন কে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে পুলিশ। পুলিশের এমন তৎপরতা কে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ মহল। যশোর পুলিশ লাইনের এএসআই আবু-সালেহ বলেন, আমি বাচ্চাটিকে হাসপাতালের সামনের ব্যাস্ততম রাস্তায় ঘুরে বেড়াতে দেখে আমার সন্দেহ হয়। তৎনাৎ আমি বাচ্চাটিকে নিজ হেফাজতে নেই। এরপর কোতোয়ালি থানায় অবগত করে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচয় নিশ্চিত করার ল্েয অভিযান শুরু করি। প্রায় ২ ঘন্টা পর বাচ্চার মা কে পেয়ে পরিচয় নিশ্চিত করে পরিবারের জিম্মায় হস্তান্তর করি। শিশু ইয়ামিনের মা তহমিনা খুশির আবেগে আপ্লুত হয়ে বলেন, বাচ্চা কখন ওই তিন তালার পর থেকে নেমে বাহিরে চলে এসেছে আমি বুঝতে পারিনি। তবে আমি আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আমার বাচ্চাটিকে আমি আমার কোলে ফিরে পেয়েছি। আল্লাহ না করুক এই ব্যাস্ত রাস্তায় ওর যেকোনো দূর্ঘটনা ঘটতে পারতো। আমি পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞ।
পিস্তল ও ১৫টি ককটেলসহ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক
স্টাফ রিপোর্টার, যশোর : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে । মঙ্হলবার মধ্যরাতে...
বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। পণ্য চালানটিতে সাদা...
রাজগঞ্জে গণভোটে সচেতনতা বাড়াতে উৎসবমুখর মক ভোটিং
যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক...
যশোরে বিটিএইচের বর্ণাঢ্য পিঠা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন
যশোর অফিস : বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘বিটিএইচ পিঠা উৎসব–২০২৬’। এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের লালদিঘি...
যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
যশোর অফিস : সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের...















