যশোর রেল লাইনে নারীর মৃতদেহ উদ্ধার

0
310

স্টাফ রিপোর্টার : গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় যশোর শহরস্থ মায়া পাম্প সংলগ্ন রেল লাইনে ময়না খাতুন(২৫) নামে এক বিবাহিত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়না খাতুন হুশতলা বকচর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। নিহত ময়নার বাবার বাড়ির স্বজনরা জানায়, গতকাল বিকালে তারা ময়নার রেললাইনে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে আসে। নিহতের স্বজনদের অভিযোগ, ময়না খাতুনের স্বামী সিরাজুলের এর আগেও একটি বউ ছিলো। তার কোন সন্তান নেই। তাদের দেড় বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী সিরাজুল বিভিন্ন সময়ে তাকে মারধর নির্যাতন করতো। গতকাল ঘটনার দিনও সকালে ময়না খাতুন কে বোধড়োক মারধর করে। তারা জানায় গতকাল তারা দুজনে রেললাইনে হাটছিলো হঠাৎ ট্রেন আসলে স্বামী সিরাজুল ময়না কে ঠেলা মেরে ফেলে দিলে ময়না সেখানেই ট্রেনের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এবং সঙ্গে সঙ্গে স্বামী পলাতক হয়ে যান। ঘটনার সময় প্রত্যদর্শী ছিলেন এস আই নিরস্ত্র শহিদুল ইসলাম নংঃ ০১৭১৮৬৬১২১৩ স্বজনরা জানায় পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম তখন সেখানে ছুটির দিনে পাশের একটি পুকুরে মাছ শিকার করতেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here