ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ের ল্েয যুবলীগের কর্মীসভা

0
337

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ের ল্েয পৌর যুবলীগের উদ্যোগে কর্মীসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ডের পৌর যুবলীগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধের অপশক্তিকে কাজে লাগিয়ে কখনো ক্ষমতায় আশা যাবে না। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিকের সম্মান দিয়ে ও নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে আবারও ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ের লক্ষ্যে সর্বদা যুবলীগের সকল কর্মী মাঠে থাকবে এবং নৌকা মার্কাকে জয় যুক্ত করবে। ইনশাল্লাহ। পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ নাসিমুল হাবিব শিপার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন, সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, শাওন রেজা খোকা, পৌর যুগ্ম আহ্বায়ক মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, সদস্য ফজলে হোসেন বাদশা, ঝিকরগাছা প্রেসকাবের সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা শ্রমিকলীগ নেতা মাহাবুর হাসান বরি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here