বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যলোচনা সভা অনুষ্ঠিত

0
382

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আসলাম হালদারের সভাপতিতে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও মুক্তি সেবা সংস্থার বাস্তবায়নে ইউনিয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যলোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। কেএমএসএস এর ম্যানেজার শামীমা পারভীন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এলজিএসপির ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, কেএমএসএস এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম (বাবু), সাংবাদিক সুমন বিশ্বাস, সচিব পঙ্কজ কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন রাহাত, দুলাল মহালদার, সেলিনা আক্তার পলি, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মনিরুল ইসলাম, মলিনা রায়, মোঃ মোশারেফ হোসেন, মোঃ ফেরদৌস মোলঙ্গী, নাগরিক নেত্রী বন্ধনা রায়, কাজী বাবর আলী, মাওঃ আবু মুছা সহ সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here