বেনাপোল হয়ে স্টুডেন্ট ভিসায় ভারতে প্রবেশ বন্ধ

0
384

স্টাফ রিপোর্টার ॥ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে স্টুডেন্ট ভিসায় ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ২১ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিার্থীদের অভিভাবকরা জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিার্থীরা পড়ালেখা করছেন। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন। কিন্তু হঠাৎ করে ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এছাড়া ভারতীয় শিার্থীরা স্টুডেন্ট ভিসায় যাতায়াত করতে পারলেও বাংলাদেশি শিার্থীরা যেতে পারছেন না। এসব শিার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিার্থীদের স্টুডেন্ট ভিসায় ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এ বিষয়ে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে অভিভাবকদের বিশেষ অনুরোধে গত দু’দিনে দু’জন স্টুডেন্টকে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হলেও তাদের ফেরত পাঠিয়েছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন। যেসব শিার্থীদের সামনে পরীা আছে, উপযুক্ত প্রমাণ দিলে শুধুমাত্র তাদেরই ভারতে প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here