যশোরে ৪টি বিদেশী অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

0
286

স্টাফ রিপোর্টার : বিদেশী ৪টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর একটি দল। মঙ্গলবার (২১ ডিসেম্বর) যশোরের বেনাপোল দীঘিরপাড় এলাকা থেকে তাদের রাত সাড়ে নয়টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকরা হলো যশোর বেনাপোল পুটখালী এলাকার মোঃ আব্দুল মমিনের ছেলে মোঃ আজিজুর রহমান ও একই এলাকার মোঃ আঃ কাদেরের ছেলে মোঃ আব্দুল্লাহ। র‌্যাব-৬ এর পরিচালক লেঃ কর্ণেল মুহাম্মাদ মোসতাক আহমদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ওই দিন রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে যশোরের বেনাপোল দীঘিরপাড় এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। র‌্যাবের উপস্থিতি দেখে আসামি পালানোর চেষ্টা করে। এ সময় দুই যুবক আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে চারটি বিদেশী পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামিরা এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অস্ত্র বহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here