যশোর কলেজে বিজয় সুবর্ণজয়ন্তী উদযাপন ও নতুন একাডেমী ভবন উদ্বোধন

0
253

স্টাফ রিপোর্টার : যশোর কলেজে বিজয় সুবর্ণজয়ন্তী উদযাপন ও নতুন একাডেমী ভবন উদ্বোধন করা হয়েছে প্রাধান অতিথি কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ড.আহসান হাবীব, এ্যাড আসাদুজ্জামান বাবুল, রাজিবুর আলম, শাহেদ হোসেন নয়ন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু। পভাপতিত্ত করেন মুস্তাক হোসেন সিম্বা। সঞ্চলাক রাশেদ আব্বাস রাজ। ম্যনিজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। রফিকুর ইসলাম আরর্জু ম্যানেজিং কমিটির সদস্য। ৫০ পাউন্ড কেক কাটেন। ভবন উদ্বোধন, কেককেটে, পাইরা উড়িয়ে। যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আগামী দিনে যশোর হবে দেশের তৃতীয় অর্থনৈতিক করিডর। সেই ল্েযই সরকার যশোরকে কেন্দ্র করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বুধবার বেলা সাড়ে ১১ টায যশোর কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপন ও একাডেমী ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর কলেজের অধ্য মোস্তাক হোসেন সিম্বার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব,যশোর কলেজের ম্যনিজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যশোর পৌরসভার কাউন্সিলর অ্যাড. আসাদুজ্জামান বাবলু, রাজিবুল আলম, শাহেদ হোসেন নয়ন,কলেজের ম্যনিজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম আরজু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার দে শান্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here