বঙ্গোপসাগরে কোস্টগার্ডের হাতে আটক ১৩ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্ত

0
242

মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড (মোংলা পশ্চিম জোন) সদস্যদের হাতে আটক ১টি ফিশিং ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। আর্šÍজাতিক জলসীমা অধ্যাদেশ বিধি লঙ্গনের দায়ে দীর্ঘ প্রায় সাড়ে ৩ মাসের মতো সময় বাগেরহাট জেলা কারাগারে ছিল এ সকল জেলেরা। দীর্ঘ দিন পরে দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যস্থতা ও আইনী প্রক্রিয়ার শেষে ভারতীয় জেলেদের ট্রলারসহ বুঝে নেন ভারতীয় সহকারী হাই কমিশনার। আটকের সাড়ে ৩ মাস পর তাদের নৌ-যান (ফিশিং ট্রলার) ও ব্যাহৃত মালামালসহ বৃহস্পতিবার বিকালে মোংলা থেকে স্বদেশে যাত্রা করেছে জেলেরা।
ভারত-বাংলাদেশ দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যস্থতা ও আইনী প্রক্রিয়ায় শেষে দীর্ঘদিন কারাভোগের পর ১৩রজন ভারতীয় জেলেদের ট্রলার ও ব্যবহৃত মালামালসহ বুঝে নেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার পান্ডে। বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষে মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলামসহ প্রশাসনের একটি দল এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ প্রসাশনের উপস্থিতিতে মোংলা ফেরীঘাট থেকে বৃহস্পতিবার বিকালে সমুদ্র পথেই এফবি পিতা-মাতার আর্শিবাদ নামের ১টি ফিশিং ট্রলারসহ ভারতের স্বদেশে রওয়ানা হয়েছেন ভারতীয় এ সব জেলেরা। মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার জানান, বঙ্গোপসাগরে বন্দরের ফেয়ারওয়ে বয়ার আদুরে প্রায় ৭০ থেকে ১২৫ কিলোমিটার দেশেীয় জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা। বাংলাদেশের কোস্টগার্ড সদস্যরা দেশীয় সিমানায় প্রবেশ ও মাছ ধরার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ট্রলার সহ ভারতীয় এ সকল জেলেরা নৌ বাহিনীর টহলরত অভিযানকারী দলের সদস্যদের হাতে আটক হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here