শার্শায় সন্তান জন্মদানের ৬ ঘন্টার মাথায় এইচএসসি পরীক্ষায় বসলেন পরীক্ষার্থী

0
254

শহিদুল ইসলাম : যশোরের শার্শায় ফাতেমা খাতুন নামে এক নারী সন্তান জন্ম দেওয়ার ৬ ঘন্টার মাথায় হাসপাতালের বিছানায় বসেই উচ্চ মাধ্যমিক পরীায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার(২৩ডিসেম্বর) তিনি দ্বিতীয় দিনের মতো বাগআঁচড়ার একটি হাসপাতালের বেডে বসে এ পরীায় অংশগ্রহণ করেন। ফাতেমা বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী এবং শার্শার রাঘবপুর গ্রামের আজগর মোল্লার মেয়ে। জানাগেছে,ফাতেমা উপজেলার বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এবারের এইসএসসি পরীার্থী ছিলো।এর আগে তার গর্ভে আসে সন্তান। তিনি আশা করেছিলেন সন্তান প্রসবের আগেই হয়তো পরীা শেষ করে ফেলতে পারবেন।কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীা পিছিয়ে দেওয়া হয়েছিল।এর মধ্যেই প্রসবের ব্যথা উঠলে বুধবার(২১ ডিসেম্বর) ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই সকালেই তার পরীা ছিল।এবং তিনি সন্তান প্রসব করেন এবং তার ৬ ঘণ্টার মধ্যেই পরীা শুরু হলে কতৃপরে অনুমতি পেয়ে তিনি হাসপাতালের বেডেই পরীার খাতায় উত্তর লিখতে শুরু করে দেন। পরীার্থী ফাতেমা জানান,গর্ভকালীন অবস্থায় পড়ালেখা করতে তার তেমন অসুবিধা হয়নি। তবে তার জীবনের এরকম একটি ঘটনার কারণে এবারের পরীায় অংশ নেওয়া থেকেও তিনি বিরত থাকতে চাননি। তাহলে তাকে আরো একটা বছর অপো করতে হতো।পরীায় বসার জন্যে তিনি খুব উদগ্রীব ছিলেন। বাচ্চা জন্ম দেওয়াটা খুব একটা কঠিন ছিল না।তিনি খুব খুশি যে পরীা ভাল হয়েছে। একই সাথে তার নবজাতক শিশুটিও ভাল আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,হাসপালের বেডে হেলান দিয়ে বসে তিনি পরীার উত্তর লিখছেন।এ সময় একজন ম্যাডাম পাহারা দিচ্ছেন।এবং হাসপাতালের বাইরে পুলিশ ডিউটিতে আছেন।বুধবার ও বৃহস্পতিবার তিনি দুইটি পরীায় অংশ নিয়েছেন- ভুগোল ১ম পত্র ও দ্বিতীয় পত্র। তার স্বামী হাসান জানান, এরকম অবস্থায় স্ত্রীর কলেজ কতৃপ যাতে হাসপাতালেই পরীা দিতে পারেন সে ব্যবস্থা করে সেজন্যে কলেজ কতৃপরে কাছে আবেদন করেছিলেন। বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজর অধ্য জানান,এবার আমার ছেলে পরীার্থী হওয়াও আমি পরীার পরিচলনার দায়িত্বে নেই।পরীা পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মহাদয়ের প্রতিনিধি। তবে এ বিষয়টি আমি শুনেছি।ঔ সন্তান জন্ম দানকারী শির্থীকে পরীার ব্যবস্থা করায় কতৃপকে ধন্যবাদ জানাই। উপজেলা শিা কর্মকর্তা একেএম নুরুজ্জামান জানান,ঘটনা সত্য। শিার্থী সন্তান জন্মদান করেছেন ভোরে সে যেন হাসপাতালের বেড এ পরীা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য কলেজ কতৃপরে একটি আবেদন পাই এবং তার পরীা দেয়ার যাথাযথ ব্যবস্থা করি।হাসপাতালের বেড ই তার পরীা সেন্টার করে তাকে পরীা দেয়ার ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here