কালিয়ায় ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুল

0
232

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলে কালিয়া উপজেলার ১৩ নং ইলিয়াছাবাদ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নবাসীকে। বিগত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি জয়লাভ করেন। নির্বাচনে জয়লাভ করে ইউনিয়নের প্রতিটি ঘরে গিয়ে তিনি তার শুভেচ্ছা বার্তা পৌছে দেন। শুভেচ্ছা বর্তায় তিন তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করে জাতির জনকের সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে আরো বেগবান করার খথা উল্লেখ করে বলেন, ত্রিশ ল শহীদের রক্ত, দুই ল নির্যাতিত মা বোনের অশ্রু আর সম্ভম, বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নয় মাসের রক্তয়ী যুদ্ধ আর বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজীবন সংগ্রামের ফলাফল স্বরূপ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আমরা চুড়ান্তভাবে বিজয় অর্জন করি। এ বিজয় একটি প্রতিশ্রুতি, এ বিজয় একটি জাগ্রত অঙ্গীকার। ১৬ ডিসেম্বর ২০২১ বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে আমাদের দীপ্ত শপথ হোক স্বাধীনতা বিরোধী দেশী বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান৷ বিজয়ের এই দিনে শপথ হোক সামনের দিকে এগিয়ে যাওয়া, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here