শৈলকুপায় নৌকা মার্কার প্রার্থীর বহরে প্রতিপক্ষের হামলার অভিযোগ ৯টি মোটরসাইকেল ভস্মিভুত , আহত৭

0
317

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার রাত ৯টায় উমেদপুর ইউনিয়নের নৌকা মার্কা প্রার্থী সাবদার হোসেন মোল্লারমটর সাইকেল বহরে সন্ত্রাসী হামলায় ৯টি মটর সাইকেল ভস্মিভুত ও ৭ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী আব্দুল্লাহ শেখের স্বমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকা মার্কার প্রার্থী সাবদার হোসেন মোল্লা। তিনি জানান যে নির্বাচনি প্রচারনায় রয়েড়া মাদ্রাসা এলকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আনারস মার্কার শেখ আবদুল্লাহর সমর্থকেরা হামলা চলিয়ে তার বহরের ৯টি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে এবং তাকে হত্যার জন্য আক্রমন করে। এব্যপারে সতন্ত্রপার্থী আব্দুল্লাহ শেখ জানান তারসমর্থকদের উপর প্রতিপক্ষ সাবদার হোসেন মোল্লার সমর্থকরা হামলা করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রয়েড়া বাজারে নির্বাচন কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে শৈলকুপার সকল ইউনয়নেই প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে । অবস্থা নিয়ন্ত্রনে পুলিশ বেসামাল হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here