চৌগাছায় গভীর রাতে নছিমন উল্টে হাতহত-২

0
344

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় গভীর রাতে নছিমন উল্টে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। মৃত উত্তম কুমার (৩৮) যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। শনিবার রাতে চৌগাছা ঝিকরগাছা সড়কের পিতাম্বরপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত নছিমন চালক ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স’মিল হতে কাঠের গুড়া ক্রয় করে তারা চৌগাছাতে আসেন। এই কাঠের গুড়া বিভিন্ন ইটভাটাতে বিক্রি করে রাত দেড়টার দিকে ঝিকরগাছার উদ্যোশ্যে রওনা দেয়। পথিমধ্যে পিতাম্বরপুর গ্রামে পৌছালে ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে পুকুর পাড়ে উল্টে যায়। এসময় নছিমনের নিচে চাপা পড়ে উত্তম কুমার নামে একজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় নছিমন চালক ইসমাইল হোসেন। হতাহতরা ঝিকরগাছার কাটাখালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পিতাম্বরপুর গ্রামের তোফায়েল হোসেন জানান, রাত প্রায় ২ টার দিকে সড়কে চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে এই দৃশ্য দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা গ্রামবাসি উল্টে থাকা নছিমনের নিচ থেকে দু’জনকে বের করি। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here