শেখহাটিতে অগ্নিকান্ডের ঘটনায় সব পুড়ে ছাই

0
235

স্টাফ  রিপোর্টার, যশোর থেকে ঃ যশোর শহরের শেখহাটি মসজিদ মোড়ে নিউ ফার্নিচার হাউজ  নামে একটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্কট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় সব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক রাসেল আহম্মেদ রানা জানান এই অগ্নিকান্ডের ঘটনায়  প্রায় ২২ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রানা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন সোমবার বিকেলে।রাসেল আহম্মেদ রানা জানান, কাজ  শেষ করেরোবরাব রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। এসময় তার দোকানে প্রায় শতাধিক রেডি খাট, বিপুল পরিমান ফার্ণিচার তৈরীর কাঠসহ অন্যান্য জিনিষপত্র ছিল। এছাড়া দোকানে ফার্ণিচার তৈরীর কয়েকটি ম্যাশিন ছিল। এই অবস্থায়  রোবার দিনগত সোমার ভোররাতের কোন এক সময় দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিকসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর জোর চেষ্টা  করেন। কিন্তু সব চেষ্ঠায় ব্যর্থ হয়। প্রায় এক ঘন্টার মধ্যে গোটা প্রতিষ্ঠানটি আগুনে ভষ্মিভুত হয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক রানা বলেন এই অগ্নিকান্ডের ঘটনায় তার প্রতিষ্ঠানের প্রায় ২২ লাখ টাকার আসবাবপত্র, কাঠ, পারটেক্স ও যন্ত্রপাতি পুড়ে ভষ্মিভুত হয়েছে। তিনি বলেন, এই আগুন তাকে পথের ফকির বানিয়ে দিয়েছে। বহু পরিশ্রম করে তিনি এই ব্যবসাটি দাড় করিয়ে ছিলেন। ধার দেনা করে দাড় করানো এই প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। কি করবেন এখন তিনি তা ভেবে পাচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here