নৌকার নির্বাচনী অফিস ও মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

0
254

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে নির্বাচনী সহিংসতার প্রতিবাদে শুভরাড়া আওয়ামীলীগের উদ্যেগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে বাসুয়াড়ী মাদ্রাসা মাঠে আওয়ামীলীগ নেতা শুকুর গাজী সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান লিটন, লাভলু শেখ, মো: নুরজালাল জুয়েল,মোল্যা সহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,নির্বাচনের দিনে জামায়াত বিএনপি বাসুয়ারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটতে গেলে আওয়ামীলীগনেতা কর্মীরা প্রসাশনের সহযোগিতায় বাধা দেয়। এরপর তারা বীরমুক্তিযোদ্ধা শুকুর শেখের বাড়ি ভাংচুর ও নৌকা মার্কার দুইটি নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করেন।
এ সময় তারা বিদ্রহী প্রার্থীসহ তার সমর্থকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের ঘোষণা দিয়ে সন্ত্রাসী তান্ডবের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

উল্লেখ্য ২৬ ডিসেম্বর অভয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে ৭ নং বাসুয়ারী ইউনিয়নের বাসুয়ারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২ টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভোট কাটতে গেলে প্রসাশনের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড ফাকা গুলি ও বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর পর সন্ত্রাসীরা বীরমুক্তিযোদ্ধা শুকুর শেখের বসতবাড়িতে হামলা করে ভাংচুর করে। তাদের হামলায় পোলিং অফিসারসহ ৫ জন আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here