দশমিনায় ৩টি পল্টুন নস্ট হচ্ছে অযত্ন ও অবহেলায়

0
315

নাসির আহমেদ, দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩টি ইউনিয়নে স্থাপিত ৩টি পল্টুন অযত্ন ও অবহেলা এবং সংস্কার না করাসহ তদারকির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের আওতায় থাকা এই পল্টুনগুলো রক্ষনাবেক্ষন না করায় ভগ্নদশায় পরিনত হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নে প্রায় ৩ আগে এই পল্টুনগুলো স্থাপন করা হয়। উপজেলায় নৌপথের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পল্টুনগুলো স্থাপন করা হয়ে ছিল। জানা যায়, বিগত ২ বছর আগে উপজেলার যাত্রীদের যাতায়াত এবং লঞ্চে সহজে উঠানামা করার জন্য উপজেলার বাঁশবাড়িয়া,দশমিনার হাজীরহাট ও রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাটে পল্টুনগুলো স্থাপন করা হয়। বর্তমানে নানা সংকটের কারনে উপজেলার ৩টি ইউনিয়নে স্থাপিত ৩টি পল্টুন ২ বছর ধরে জরাজীর্ন অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করায় অবকাঠামোগুলো ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। অপরদিকে তদারকির অভাবে ৩টি পল্টুনই জোয়ারের সময় পানির নিচে আর ভাটার সময় মাটিতে পড়ে থাকে। উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া লঞ্চঘাটে স্থাপিত পল্টুনটি বছরের শুরুতেই পানির নিচে ডুবে রয়েছে। তদারকি ও পল্টুন রক্ষনাবেক্ষনে দায়িত্বে থাকা ইজারদাররা এটি দেখভাল করছে না। উপজেলার হাজীরহাট ও আউলিয়াপুর লঞ্চঘাটের পল্টুনের একই অবস্থা বিরাজ করছে। পল্টুন ৩টি নষ্ট হয়ে যাচ্ছে অথচ দেখার কেউ নেই। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস.এম. শাহাজাদা এমপির মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পল্টুনগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিও লেটার দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here