মহেশপুর (ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুরে ইমামুল হক (৪০) নামে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার বাজিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানান, কুলতলা বাজারে নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন ইমামুল হক। গভীর রাতে দুর্বৃক্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ ছিলো ইমামুলের। ধারণা করা হচ্ছে তার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম জানাতে অস্বীকার করেছেন পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।















