মহেশপুরে ফেন্সিডিল ও গাজা উদ্ধার, আটক ১

0
240

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাজা উদ্ধারে করেছে ৫৮ বিজিবি। এ সময় তরিকুল ইসলাম(২০) নামে এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। বিজিবি সুত্রে জানাগেছে ৩০ ডিসেম্বর গভীর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার খোসালপুর গ্রাম থেকে একই উপজেলার শ্রীপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র তরিকুল ইসলাম (২০) কে ৯শ গ্রাম গাজা সহ আটক করে। অপর দিকে রাজাপুর বিওপির টহল দল উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং যাদবপুর বিওপির টহল দল উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ৫৮বিজিবির অতিরিক্ত পরিচালক তসমিল মোঃ তারেক জানান আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here