কালীগঞ্জ ১১ উইনিয়নের ১০ টিতে শপথ, এক টিতে না

0
249

মিশন আলী, স্টাফ রিপোটার, কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের উইনিয়ন নির্বাচনে ১১টি ইউনিয়নের ১০ টিতে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করার জেলা প্রশাসক মুজিবর রহমান। এদিকে কালীগঞ্জে নির্বাচিত মেম্বরদের ও মহিলা মেম্বরদের শপথ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে উপজেলা মিলায়াতনে শপথ পাঠ করান কালগীঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া জেরিন। এসময় আর উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডুর মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। উপাজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার, মাধ্যমিক অফিসার মধুসুধন দত্ত, সমাজসেবা অফিসার কোশিক আহমেদ, বি আর ডিবি অফিসার খায়রুল হক, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাকি ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়নি। ওই ইউনিয়নে সঠিকভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি বলে আদালতে রিট করার পর বাংলাদেশ সুপ্রিম কোটের হাই কোর্টে বিচারক এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ এক আদেশে তাদের শপথ বন্ধ হয়ে যায়। ওই আদেশে আগামি ১০ কার্যদিবসের মধ্যে রিটের জবাব দিতে বলা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বাদির পে রিট পিটিশনটি করেন এ্যাড. আশানুর রহমান। পিটিশনে উল্লেখ করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচন বাতিল করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়। গত ২৮ নভেম্বর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার রাশেদুল ইসলাম জানান, আজ আমার শপথ পাঠের নির্ধারিত দিন ছিল কিন্তু হাই কোর্টে একটি রিটের কারনে তা বন্ধ হয়ে গেছে। ভোটের পর কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপারের মুড়ি বই পাওয়ার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর রিট করে বলে অভিযোগ করেন নির্বাচিত এই মেম্বার। এবিষয় কালগীঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া জেরিন জানান, তাদের শপথ হয়নি। হাই কোর্টে একটি রিটের কারনে আজ তাদের শপথ হচ্ছে না। রিটের জবাব দেওয়ার পরে মিমাংশা হলে শপথ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here