বছরের শুরুতেই চৌগাছা থেকে মটরসাইকেল চুরি

0
339

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় নতুন বছরের শুরুতেই চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কয়ারপাড়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিএম আজিম উদ্দিননের বাড়ি হতে তার ব্যবহৃত মটরসাইকেল ছুরি হয়ে েেগছে। ভুক্তভোগী বিএম আজিম উদ্দিন জানান, চোরেরা তার বাড়ির প্রধান ফটকের তালা খুলে সিড়ি ঘরে রাখা একটি কালো ব্লু রঙের ১৩৫ সিসি ডিসকভারী মটরসাইকেল যার নম্বর যশোর ল-১১-২২৯৪ চুরি করে নিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here