কোভিড: এক দিনে রোগী বাড়ল ৭৭৫ জন, শনাক্তের হার বাড়ছে

0
320

যশোর ডেস্ক : দেশে ফের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাড়ে সাতশ ছাড়িয়েছে; নমুনা পরীার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার পৌঁছে গেছে ৪ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ৪ অক্টোবর, সেদিন ৭৯৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৭ জন। সোমবার নমুনা পরীার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ; মঙ্গলবার তা বেড়ে ৩ দশমিক ৯১ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৯ সেপ্টেম্বর; সেদিন প্রতি ১০০ পরীায় ৪ দশমিক ১১ জনের কোভিড পজিটিভ এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৮৫ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৭৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার তথ্য এসেছিল, মৃত্যু হয়েছিল ৪ জনের। সেই হিসেবে তার পরের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ১০১ জন, মৃত্যুও বেড়েছে। গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৬৫৫ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ২৫টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত একদিনে মারা যাওয়া ছয় জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। দুইজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। মারা যাওয়া ৬ জনের মধ্যে চারজন পুরুষ এবং দুই জন নারী। তাদের চারজনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ৩ জন সরকারি হাসপাতালে এবং ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীা হয়েছে। এ পর্যন্ত পরীা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৬৫০টি নমুনা।
এ পর্যন্ত নমুনা পরীা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৯ কোটি ২৬ লাখের বেশি রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here