মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পরপর দুই দিনে দুই জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার শ্যামনগর এলাকায় ট্রাক-মটরসাইকেলে আব্দুল হান্নান শিকদার (৪৫) এবং বাঐজানী এলাকায় ট্রলি-ইজিবাইকের মখোমুখি সংঘর্ষে সোহাগ শেখ (২৩) নামের এই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সুত্র জানায়, সোমবার বিকালে মহম্মদপুর-মাগুরা মহাসড়কের শ্যামনগর এলাকায় ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর বাজরের হোটেল ব্যবসায়ী আব্দুল হান্নান শিকদার গুরুতর আহত হয়। এলাকাবাসী হান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন। হান্নান উপজেলা সদরের আতিয়ার শিকদারের ছেলে। এর আগের দিন (২ জানুয়ারী) বিকালে উপজেলার বাঐজানী এলাকার আঞ্চলিক সড়কে ইটভাঙ্গা ট্রলি ও ইজিবাইকের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক সোহাগ শেখ গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সোহাগের অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়েছে। সোহাগ জাঙ্গালিয়া গ্রামের আক্তার শেখের ছেলে। মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ্ছাড়াও ক্ষতিগ্রস্থ্য পরিবারকে ক্ষতিপুরণ দিবে বলে দুই পরিবারের মধ্যে মিমাংশার কথা হয়েছে।















