মহেশপুর বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

0
350

মহেশপুর (ঝিনাইদহ) অফিস : দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহয়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে ঝিনাইদহের মহেশপুরে দুস্থ-দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডেটোরিয়ামে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। মহেশপুর পৌর এলাকার  ২৫০জন শীতার্তের হাতে  কম্বল তুলে দেওয়া হয়। এতে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম,সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মোঃ লিটন হোসেন, প্রেসকাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক বাবুর আলী বাবু,আজকালের প্রতিনিধি অসীম মোদক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারীরিক প্রতিবন্ধীসহ ২৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের জন্য খুশিতে দোয়া করেন তারা। পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বলেন,বসুন্ধরা গ্রুপের অর্থায়নের গরীব ও দুস্থদের মাঝে কম্বল দেওয়া হচ্ছে মহেশপুর পৌরসভার প থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এ রকম ভালো কাজের সাথে আমরা সব সময় পাশে আছি। দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে বসুন্ধরার মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here