কোভিড: এক দিনে ৮৯২ রোগী শনাক্ত, ১৪ সপ্তাহের সর্বোচ্চ

0
296

যশোর ডেস্ক : সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে নয়শর কাছাকাছি পৌঁছে গেছে; নমুনা পরীার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৪ শতাংশ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯০ জন। মঙ্গলবার নমুনা পরীার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ; বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৮ সেপ্টেম্বর; সেদিন প্রতি ১০০ পরীায় ৪ দশমিক ৪৮ জনের কোভিড পজিটিভ এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার তথ্য এসেছিল, মৃত্যু হয়েছিল ৬ জনের। সেই হিসেবে তার পরের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ১১৭ জন। গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৭৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮২ শতাংশের বেশি। দেশের ২৯টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। মারা যাওয়া ষাটোর্ধ্ব তিন নারীর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২১ হাজার ২৫১টি নমুনা পরীা হয়েছে। এ পর্যন্ত পরীা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। গত বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৯ কোটি ৫২ লাখের বেশি রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here