জনউদ্যোগ যুব সেলের সভায় বক্তারা ওমিক্রন প্রতিরোধে সচেতন করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে

0
281

ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। গলা ব্যাথা,দূর্বলতা এবং সারা গায়ে ব্যথা এই ধরনের উপসর্গের কথা শুনলে তাকে ডাক্তারের পরাসর্শ নেওয়ার জন্য বলতে হবে। কোভিডবিধি মেনে তাকে কোয়ারান্টাইনে থাকতে বলতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে এবং পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিতে হবে। বেশি করে সবজী ও ফলমূল থেতে হবে। এখভাবে বলেেলন জনউদ্যোগ যুব সেলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকাল ৪টায় নগরীর কনসেন্স মিলনায়তনে জনউদ্যোগ যুব সেলের আয়োজিত “করোনার নতুন ধরণ‘ওমিক্রন’ মোকাবেরায় তরুন সমাজের করণীয় শীর্ষক অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ যুব সেলের আহবায়ক রিপন কুমার বিশ্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সঞ্চালনা করেন সাংবাদিক এম সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সংগঠনের সদস্য সচিব অনুপ কুমার মন্ডল, প্রশান্ত হালদার, মুন্নি আক্তার,মো: জহিরুল ইসলাম রাতুল,মো: আরিফ, মোল্যা তানভীর প্রমুখ। সভায় বক্তারা বলেন, করোনাকে ভয় কররে চলবে না। তাকে প্রতিরোধে মাস্ক পরতে হবে। শারিরিকভাবে সুস্থ্য থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালি করতে কয়েকটি গ্রুপ গঠণ করেন। সভায় শরীর সুস্থ রাখতে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের সম্পৃক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here