কয়রায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0
296

কয়রা (খুলনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে খুলনার কয়রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলে সোমবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১০ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম মোহসিন রেজা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রন্জন মিস্ত্রির সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here